রাহুল জানা
জুলাইয়ের এক উষ্ণতম দিনে প্রেমের প্রথম ফাগুন হাওয়ায় হৃদয়ের আঙিনায় ফুটে উঠেছিল ভালোবাসার কৃষ্ণচূড়া। সেই ফুলের সুবাস মাতোয়ারা করে তুলেছিল একাত্ম হয়ে ওঠা আমাদের দুই মনকে। যেদিন কাঁচের পর্দার জগৎ ডিঙিয়ে তোমার শহরে এলাম, শুভদৃষ্টি হল আমাদের। সেদিন উপলব্ধি করি,তোমার যে চিত্র তোমার চিঠিগুলোয় ফুটে উঠতো তার চেয়েও তুমি সুন্দর।
