কলকাতার বড়দিন ও দূর্গাপূজা : সংহতি প্রদর্শনের বিরল সময়
২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন ধরে চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টমাস পালিত হয়ে আসছে। বাঙালি হিন্দুদের দুর্গাপূজার মতন খ্রিস্টমাস বা বড়দিনের একটা ধর্মীয় আর একটা সামাজিক দিক রয়েছে। ধর্মীয় দিকটা হল চব্বিশ ডিসেম্বরে খ্রিস্ট ম্যাস ইভের সমবেত ভজনা দিয়ে শুরু করে বড়দিনে গির্জায় গির্জায় আরাধনা।