এলা বসুর কবিতা
অবেলার ঘুম একটা ভারী ও শীতল কালো পর্দা নেমে আসে আমরা উঠে পড়ি সন্তর্পনে এ ওর মুখের দিকে চাই ক্রমশ বটের ঝুরি বেয়ে কথারা গড়িয়ে আসে কথায় কথা বাড়ে সকলে উসখুস করতে থাকে হাতের তাস দেখাবে বলে সুসজ্জিত সংলাপ শেষ না হওয়া অবধি মঞ্চ ছাড়ে না কেউ হাততালিতে বাজতে থাকে শোকের কাড়া নাকাড়া কে সৌভিক? কেই বা অরিত্র? মৃত্যুর পূর্বাবধি আমরা প্রতিভা বুঝি না মৃত্যুর পূর্বাবধি আমরা মানুষ চিনি না গাছের কোটরে তার স্মৃতি রেখে আসি কে আর বহন করে কার ব্যর্থতার ভার? আন্তরিক শুভেচ্ছান্তে, |