হরিৎ বন্দ্যোপাধ্যায়

হরিৎ বন্দ্যোপাধ্যায়ের কবিতা

কবির জন্যে এলিজি

এক
গাছের দেহ থেকে ছাল উঠে গেলে দেখি
এক গভীর জলের শরীর
শুনতে পাই
আলতো করে ছুঁয়ে দিলে তালগাছ সমান ঢেউ ওঠে
খুঁজে পাই না জনপদ
শুধু বুঝতে পারি কিছু জলকোলাহল
রোদ্দুরের ভেতর দিয়ে অবিশ্রান্ত বয়ে যায় ।

দুই
কোলাহল পার হয়ে গেলে
একটা সুড়ঙ্গ
রাজ্যের অন্ধকার
বিন্দু আলোর
উদ্বায়ী সমাধান
ঘুরে ফিরে আসে
“আমাদের পথ”—
বলে দাঁড়িয়ে থাকি
ঘাড়ে এসে লাগে ঝড়ের ঝাপট
আমাদের
জন্মগ্রামের দ্বারপ্রান্ত থেকে ছুটে আসে
বৃষ্টি-রোদের কিছু সাবলীল চোখ
সুড়ঙ্গে তারাও অন্ধ হয়ে বসে থাকে।

তিন
ঘাড় ধরে ঘুরিয়ে দেয়
আলোর অভিমুখ
বেঁচে থাক
গাছ নদী
চাঁদের আলোর উঠোন
অন্ধকারে ঢাকা ধুলোপথ
ধুলোর নিজস্ব বাঁশি
বেঁচে থাক
বর্ণপরিচয়ের বৃত্তে
রক্তের কোলাহল নিয়ে।

Leave a Reply