সৌরভ সাহা

সৌরভ সাহার কবিতা

আত্মহনন
      
আমার আত্মহনন বহমান, আহ্নিক গতি ছুঁয়ে এই চরাচরে।
হরিধ্বনি দিতে দিতে, এ বাউলমন—
দোতারা ওড়ায় শূন্যে, যেন ছড়ায় বিষণ্ণ খই শেষ যাত্রায়।

 
গেল’ রাতে জোৎস্নার সিঁড়ি বেয়ে এসেছিল এক রূপকথা,
গভীর সে জীয়ন সুখের আশ্বাস—
পিলসুজের আলোয় সোনা-রূপোর মায়াকাঠির ছোঁয়ায়।

 
ভোরের লেবুরঙা আকাশ হারায় সব রঙ, বন্দি-নিয়তি যখন
বিকোয় পাশার ছকে। বাজী থাকে—
আত্মার মৃত্যু সমন। বাঁচি ঘাতক সময়ের পায়ে ভিক্ষায় নিরাশায়।       

 
দিনমান নির্বিচার। বয়ে আনে নিঃস্ব আত্মার শব সুনিপুণ।
খসে যায় মন-কুসুম। পড়ে থাকে আবর্জনায়—
ছেলেবেলার “কথামালা”। শত-কুচি। ডুবে যাই গড্ডালিকায়।

 
 
শুধু টেঁকার তাগিদেই ছোটো হতে হতে, জন্মের কাছে নতজানু,
আত্মহননের “সহজ পাঠ” হাতে—
হরিধ্বনি দিতে দিতে ভেসে চলা এই গাঙে-র জোয়ার ভাঁটায়।

 
আবার। আবার। আরো একদিন। ঘনঘোর জীবন-মরণ-খেলায়।

Leave a Reply