সৌম্য ঘোষ

সৌম্য ঘোষের কবিতা

মা
 
নিস্তব্ধতা ভেদ করে কার কণ্ঠ জেগে ওঠে
কার ঘুমপাড়ানি গান বিবশ করে তোলে!
নীলাভ সন্ধ্যায় গঙ্গাফড়িং উড়ে গেলে
তোমাকে হারিয়ে ফেলি, 
অনন্ত নক্ষত্র-অন্ধকারে!
সারারাত ঘুমহীনতা। 
মৃত্যুর উজানে রাখি শ্বাস
 
 
”ভালোবেসে যাকে ছুঁই সেই যায় 
দীর্ঘ পরবাসে…”

Leave a Reply