সুতপা দেবনাথ 

সুতপা দেবনাথের কবিতা

এলিজি
বাবা  

পাতার ফাঁকে ফাঁকে রৌদ্র যেমন খেলা করে মাটিতে
এই আলো এই নেই
কাজের ফাঁকে ফাঁকে তুমি ঘুরে ফেরো
মন তো আকাশ চেনে।
এই সেদিন পর্যন্ত তোমার ছাতা হাতে হেঁটে যাওয়া
তোমার স্বর শিরা-ওঠা হাত পা আমার মনে বসে আছে
আস্ত তুমি আমার ভেতরে ঢুকে বসে আছো
বাইরে আলোর ঝর্ণা ধারা
আমি দেখছি দাউদাউ চিতার আগুন
আমার মন থেকে নাভিমূল ঝলসে দিচ্ছে।
বুঝতে পারি ঝাঁপি থেকে কিছু একটা পড়ছে
আসলে তা ছিল নোনতা জল।

Leave a Reply