সম্পাদকীয়
রবীন্দ্রনাথ ছোটগল্পকে যেভাবে বয়ান করেছেন বা নরেন্দ্রনাথ মিত্র, জ্যোতিরিন্দ্র নন্দীরা ছোট গল্পের জগতে যে উদাহরণ রেখে গেছেন বা এডগার অ্যালান পো, মোঁপাসা ইত্যাদি বিদ্বজনেরা যেভাবে ছোটগল্পের যুগান্তকারী বর্ণনা দিয়েছেন তারপরেও ছোটগল্প নিজের কাঠামো বদলেছে নানাভাবে। সৃজন চিরকালই একটি নির্দিষ্ট সমকাল তৈরি করেছে এবং তারপরে তাকে ভাঙার দায়ও নিয়েছে। এই ভাঙন এবং উদ্ভাবনার আলোচনা, সমালোচনা সবই একটি পৃথক সাহিত্যরীতি। সুতরাং সাহিত্যে এবং সৃজনে এই অনিবার্য ভাঙচুর গ্রহণযোগ্য। প্রকাশিত হল ‘কারুকৃতি’ অনলাইনের গল্প সংখ্যা। বর্ষার ঋতুমেঘ নিয়ে যখন কলকাতার আবহাওয়া ঈষৎ পিচ্ছিল, ঠিক সেইসময় ঘনঘোর রৌদ্র-ছায়া নিয়ে আঠেরোটি গল্প এই সংখ্যায় পাঠকের মনোজগতে বৃষ্টিপাতের অভিপ্রায় নিয়ে প্রকাশিত হল। এরপর ‘কা্রুকৃতি’-র গল্পের পাতায় পাঠকের মুহূর্তযাপন কোন আবহসঙ্গীতের উদযাপন করল তা জানার অপেক্ষায় থাকলাম। আশাকরি পাঠকের সাথে সম্পাদকীয় দপ্তরের কথোপকথন ‘কারুকৃতি’-র সমৃদ্ধ আগামীর নিয়ন্ত্রক হবে। |