শৌভিক গাঙ্গুলী

শৌভিক গাঙ্গুলীর কবিতা

বেমানান কার্তুজ
 
জানতে তুমি? 
 
মুমূর্ষুর গোঙানি বনাম অন্ধকারের নৈ:শব্দ্যের
খেলা চলে সারারাত!
রাতের খোলা জানালায় মুখ বুজে থাকে অন্ধকার; ভোরে ছটা আঙুলের চাপে ছটা গুলি
দ্বিগুণ দাদরায় ভৈরবী!
 
শীত, শীতল, নিথর!
শেষ রাতের প্ল্যাটফর্ম ঢাকা কুয়াশার আলোয়ানে; ফার্স্ট প্যাসেঞ্জার মিস হলেও লাস্ট ট্রেনে  শেষ যাত্রায় উষ্ণতা ছিল, ভালবাসা ছিল;
যেমন ক্ষুধার্ত ভিখিরির সামনে একথালা ভাত। 
 
মেয়ের কপালে জলপট্টি দিতে কেটেছে রাত; তবু ভোরের  টেবিলে লিখে গেছ দিন বদলের গান!
তোমার মুষ্টিবদ্ধ হাতে যারা খুঁজেছিল
অন্য কোনও সর্বরোগহরা বটিকা
ফিরে গেছে তারা, মিশে গেছে 
অন্য ভিড়ে; দাক্ষিণ্যের খোঁজে!
এখন- রাতের শহিদ মিনারে ডাকে কাক, ট্রামলাইন উঠে গেছে রাতের হাইওয়েতে। 
 
ভারী বুটের শব্দ; 
বিছানায় হলুদ আলো,
বর্ষা কোকিলের ডাক আর-
বেমানান ছ’টা খালি কার্তুজ!
তোমার স্মরণ সভা হবেনা; 
 
এভাবেই  চলে যাবে?

Leave a Reply