শুকদেব দে

শুকদেব দের কবিতা

স্টেথোস্কোপ

সে বিরাট অশ্বত্থ এক—
আমরা আশ্রয় নিতাম ক্লান্তির শেষে৷
সে এক বৃহত্তর ফুসফুস 
বাঁচার অক্সিজেন দিয়েছে অনেক, নিয়ে গেছে কম৷
সে অঙ্গেও দানা বাঁধে করোনার বিষম অসুখ!
তারপর নীলাকাশে বজ্রপাত!

মাটির নক্ষত্রপতনে যদি আকাশের তারা বাড়ে
তাতে মাটির কী বা লাভ?
প্রিয়জন চলে গেলে দায়িত্বের বোঝা বাড়ে,
বন্ধন তাই বেশি ভালো নয়৷

সে বিরাট অশ্বত্থ এক—দেবতার অংশ৷
হে মহাবৃক্ষ! তোমার পত্ররন্ধ্র আরো একবার
স্টেথোস্কোপের মতো স্পর্শ করুক আমার বুক!
আমি আরেকবার প্রাণভরে শ্বাস নিই!

Leave a Reply