রূপক চট্টোপাধ্যায়ের কবিতা
জীবন সতেজ আছি। জীবনে আছি। ভাতের ঢেকুর তুলে নির্মলা মুখোপাধ্যায় শুনতে শুনতে দেখি শরীর গাছ হয়ে এলো। আকাশ-পাখিরা উড়ে এসে ডালে ডালে বসে। ডানা ঝেড়ে দূরত্বের ধুলো সরায়। ডালে ঠোঁট ঘষে। পালক সাজায়। রাতে শাবকের নরম গন্ধে ম ম করে। ভোরবেলা আকাশে ফেরে আকাশ-পাখিরা। পাখিদের মল মাখানো শরীরটা আমার কাঠ হয়ে যায়, হিমেল বাতাসে বাতাসে। |