রাজশ্রী বন্দ্যোপাধ্যায়ের কবিতা
এপিটাফ যাবতীয় সংগ্রাম শিথিল হয়ে আসছে ক্রমশ বিদেহী শত্রুর গন্ধ ধীরে ধীরে তীব্রতর হচ্ছে রসদের আরত থেকে নগ্ন কান্না উঠে আসছে চারিদিকে আরোপিত শূন্যতার সেডিমেন্ট জমছে বিয়োগের সিঁড়ি বেয়ে নেমে গেছে চেনা অচেনা ছায়া জলের ঢেউয়ের সাথে মৃতদেহ সীমানা পেরোয় সভ্যতা নিলামে ওঠে পতনের কালশিটে পিঠে আমাকে পেরতে হবে আরও কত স্বজনের শোক আরও কত রক্তের যোগাযোগ ক্ষীণ হবে প্রতিদিন নিজেকে নিঙড়ে নিয়ে তোমাদের ফেরাতে হবে জীবনের কাছে মৃত্যু বড় হলেও জীবনের মতো বীর নয় কোনদিনও তবু পৃথিবীর ব্যাসার্ধ পেরব আমিও এপিটাফ হবে না লেখা ভাসানের হাহাকারে৷ |