অগ্নিস্নান (কবি শঙ্খ ঘোষ স্মরণে)
একটু স্তব্ধ হও, শব্দহীন বসো একপাশে এখানে কবি শুয়ে আছেন, এখানে দাঁড়ের শব্দ এখন ছলাৎহীন এখানে মগ্ন অক্ষর পাঁজরে লেগে আছে প্রহরজোড়া ত্রিতাল দুঃখ নিয়ে স্থির; আমাদের শোক নম্র উচ্চারণে পড়ে নিক কবিকে; আজীবন তীব্র তীক্ষ্ণ অক্ষরের পাশে দাঁড়িয়েছেন তিনি, দাঁড়িয়েছেন মানুষের পক্ষে কবিতাকে তির করে প্রতিবাদ ছুড়েছেন। আজ এই স্থানে প্রকৃত মানুষ আসুক প্রকৃত কবি ছাড়া অগ্নিস্নান শুদ্ধ হয় না!
অপরাজেয় পথিক
(সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে)
স্মিত হাসি নিয়ে ভোর ফুটে উঠল তুমি শুধু ফুটলে না। বাগানে ছড়ানো রোদ তোমার হাসির মত অমলিন কল্লোলিনী কলকাতা আজ বিষাদে নিমগ্ন তোমার চেনা শহর, স্টুডিও পাড়া প্রিয় সেই কফিঘর, বইপাড়া বন্ধুদের হুল্লোড়েই তর্ক-বিতর্ক ম্লান চেয়ে আছে যেন নির্বাক… দূরে রেলিঙে হেলান দিয়ে মায়াচোখে সিগারেট টানছো, অপু… অনন্ত জীবনপথে আজ শুধু দোল খায় মৃত্যু, যেন ভাসমান সাঁকোর ওপারে সব স্বপ্ন, জয়-পরাজয়, লড়াইয়ে স্থির হয়। এই সব অফুরন্ত তারার বিস্তারে মহাশূন্য মাঝে অগ্নিশুদ্ধ তুমি শুধু অপরাজেয় পথিক… |