মৌলিক মজুমদারের কবিতা
রুদালি অরুন্ধতীনগরের একটি মেয়ে জুমের ঢেপার একজন, তুমুল স্রোতে মনুনদীর গর্ভ থেকে শাখানটাঙের অজানা ঝরনায় … সব্বাকার তাকে চাই। পাহাড় ক্ষয়ে গেলে গ্রাম আর শহরের অস্তাচলে নদীর বুকে পড়লে চড়া … ভোঁতা পুরুষের আছে মাজার আর শ্মশান, আকাশ বিদীর্ণ করা বাতাসের বুক চেরা হাহাকার কে কাঁদবে? *জুমের ঢেপা—ত্রিপুরার একটি স্থানের নাম |