মীরা মুখোপাধ্যায়

মীরা মুখোপাধ্যায়ের কবিতা

একান্ত এলিজি নির্মাণ 
 
তোমাকে ভুলতে আমি সমুদ্রের কাছে,
তার একটানা শোকসংগীতের কাছে গেছি।
তার বারবার নিজস্ব নির্মাণ ভেঙে ফেলা দেখে
নিজেকে বোঝাতে চেয়ে ব্যর্থ হয়েছি
 
 জন্মান্তর আছে, এই মৃত্যু  চিরন্তন নয়…
পাতা ঝরে যাবার ঋতু তো আপেক্ষিক ঘটনা মাত্র 
এসবই আমার নিজেকে প্রবোধ দেওয়া 
 
তোমাকে ভুলতে নয়, শোকসংগীতের সুর
বহমান থেকে যাবে জেনে আমি হেমন্তের বনে,
ডুবে যাই আস্তে আস্তে, সমুদ্রের হাহাকার 
স্পর্শ করি রক্তবর্ণ শোকে

Leave a Reply