মানবেন্দ্র দাস

মানবেন্দ্র দাসের কবিতা

কুয়াশা ভেঙে

তোমায় আমায় মিলে
হয়তো বা হেঁটে যাবো একদিন
কার্তিকের কুয়াশা ভরা নীলে।
হয়তো বা জড়তার শীত ভেঙে
আমি একফোঁটা নরম রোদ হবো
তোমার সবুজ কপাল প’রে।
 
তুমি আচ্ছন্ন ছিলে হিমেল চাদরে
আমি উষ্মা হতে পারিনি বলে…

Leave a Reply