বিদিশা সরকার

বিদিশা সরকারের কবিতা

এলিজি 

শুধু দূর ভাবি, কতদূর? কতদূর গেলে তবে
লেভেল ক্রসিঙে থামা দুরন্ত রাত
কোন সিগন্যালে থেমে গেছ, বাইরে জোনাকি রাত
আকাশ সাজিয়েছিল তারা’র বারাত
তারা সবাই কানীন !
 
 আজ সুনসান অরণ্যে পাতাদের কথা ছিল
বাতাস শোনাবে আর পথিক নিবাস
আজও তারা নাকি রাত জেগে ভেবেছে পূর্বমেঘে
আগামীর রঙ হবে গেরুয়া প্রধান
ভাবি গেরুয়া প্রধান !
  
ওরা প্রতিবেশী দেশ ওরা রাষ্ট্রপুঞ্জ থেকে
এদেশে এনেছে প্রিয় শান্তির দূত
আজ জানলা খুঁজেছি দেখি সমুদ্র মিশে গেছে
আকাশের সীমান্তে রামধনু লীন
সব দিনই রঙিন !
 
কারা বেথুয়াডহুরি থেকে কান্না পাঠালো
তাকে খামের ভিতরে রেখে করেছি লালন
কাল যিশুও আসবে জানি আলোর খবর নিয়ে
আমার দুপাশে ওরা আদান প্রদান
হোক আদান প্রদান—
 
তবু সারারাত নীলবাতি জ্বলা থাক তার ঘরে
জেগে থাক স্বপ্নেরা খেয়ালখুশির
ঘরে চাঁদকে বসায় ওরা জরিপের আগাগোড়া
চাঁদের সঙ্গে হাঁটি মালাবার হিল
জলে ভাসছে দলিল!

Leave a Reply