মায়ের জন্য এলিজি (নবনীতা দেবসেন স্মরণে) মেঘভারানত দু’চোখ আমার! তোমার প্রস্থানে বুকের মধ্যে হুড়মুড় করে এলো শতবেদনার বৃষ্টিপাত। বাগানের ফুলগুলো তাই ফিরফিরে হিম বাতাসে অবলীলায় ঝরিয়ে দিচ্ছে পাপড়ির সৌন্দর্য! যেন তোমার শবদেহ থেকে ভেসে আসছে ভালোবাসাময় সব কবিতার ঘ্রাণ— কান্নায় ভেঙে পড়ছে প্রতিটি মানবিক কবিতার অক্ষর… অন্তর… নবনীতা দেবসেন হে আমার কবিতা-জননী, ভালোবাসার এই খোলা বারান্দায় আজীবন তুমি হাওয়া হয়ে বয়ে যেও যেন আমি তোমাকে বুক ভরে নিতে পারি… |