শুভেচ্ছা সফর মনে রাখতে চাই না তুই নেই সারা সন্ধে নামকাওয়াস্তের পার্টিতে ভেসে গেলাম কাঁচা আমের সরবত আর বর্গীরাজের হাস্যকৌতুক ঠায় জ্বলছিল হলুদ লাইট তুই চলে যাবার দিনে বছর মাস দিন ঘণ্টা সব মিলে একটা মাত্র আগুনের শিখা ছিল হরিদ্বারের বুকে সেদিন থেকে ভেবেছি আমার ঠিক কী লেখা উচিত প্রাণ সম্পর্কে উচ্ছ্বাস কিংবা অনাগত বসন্ত রাজস্থানি ঝুমকোর ধুলো কি কেউ ঝাড়ে? তোর বাড়ির টবেও আজ সাজানো বোগেনভিলিয়া – কেউ না কেউ গাইছে বসন্ত জাগ্রত দ্বারে আমার আর কি বল সামান্য লোক-দেখানি স্ট্যাটাস মেমোরি শেয়ার করা ওই যে বলেছিলাম কোকিল সাজতে হয় শরীরে গুঁজে নিই ময়ূর পালক আর বিপরীত ভঙ্গিমায় ভুলে যাই কত মানুষের ঘরে শুধু তোর হোঁচট খাবার খবর। |