মনে হচ্ছে একটার পর একটা পাতা উল্টাচ্ছি । আসল বই যেন । প্রচ্ছদের সঙ্গে আঁকা গুলো অনবদ্য , লেখার প্রতি আকর্ষণ বাড়ছে মোটা অক্ষরের কোডগুলো দেখেই । এ এক অনবদ্য এবং অভিনব ভাবনা । দারুণ 🥰😘🙏
খুব ভালো লাগলো এই e-magazine. ছোটো গল্প গুলো বেশ অন্য স্বাদের। প্রথম গল্প ‘আয়না’ অন্যরকম ভাবনার ফসল। দোয়েল নাগের ‘বিয়ের কার্ড’ গল্পটা ভিন্ন সামাজিক অবস্থার মানুষদের মানসিক দোলাচল সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। Magazine টির শ্রীবৃদ্ধি কামনা করি
এত বছর ধরে অনলাইনে পৃথিবীর নানাপ্রান্তে
অনেক ই পত্রিকাতে লিখিছি,কিন্তু গুনেমানে এত ভালো পত্রিকা এই প্রথম পড়ছি,,আমি এই পত্রিকাতে লিখতে পেরে ভীষণ খুশি।।
সায়ন্তন সম্পাদিকা সোমা দি খুব ভালো প্রয়াস
এগিয়ে চলুন
সাথে আছি
বিয়ের কার্ড গল্পটা খুব সুন্দর লাগল। চার বোনের পৃথক মানসিকতা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর শেষটা অনবদ্য
মনে হচ্ছে একটার পর একটা পাতা উল্টাচ্ছি । আসল বই যেন । প্রচ্ছদের সঙ্গে আঁকা গুলো অনবদ্য , লেখার প্রতি আকর্ষণ বাড়ছে মোটা অক্ষরের কোডগুলো দেখেই । এ এক অনবদ্য এবং অভিনব ভাবনা । দারুণ 🥰😘🙏
,খুলেই দিল খুশ। কি সুন্দর বইয়ের মতো। দারুণ দারুণ। Atokom আমি প্রথম দেখছি।
অভিনন্দন স্যর। অনবদ্য প্রয়াস। খুব ভালো লাগল।
সোমা দত্ত সম্পাদিত “সায়ান্তন ই ম্যাগাজিন” প্রথম সংখ্যা পড়লাম। উদ্ভাবনী ভাবনা, সৃজনশীল উপস্থাপন,
সুনির্বাচিত লেখা মুগ্ধ হলাম। সোমা-কে নান্দনিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
“সায়ান্তন” পত্রিকার শ্রীবৃদ্ধি ও পাঠক প্রিয়তা কামনা করি।
— অধ্যাপক সৌম্য ঘোষ। চুঁচুড়া।
দোয়েল দি’র গল্পটা আমার ভাল লেগেছে৷ কাহিনি ও লেখার স্টাইল দু’টোই বেশ ইউনিক লেগেছে।
Congratulations on a wonderful job done for the website. It looks really well organized and appealing!
সাহিত্য আমার শিক্ষার বিষয় ছিলো না। আমি টেকনোলজির ছাত্র, একটা সীমারেখা থাকবেই। তবুও যতটুকু বুঝতে পেরেছি-এ এক অভিনব সৃষ্টি। আমার অভিনন্দন জানাচ্ছি!
দুর্দান্ত প্রয়াস।
খুব ভালো লাগলো এই e-magazine. ছোটো গল্প গুলো বেশ অন্য স্বাদের। প্রথম গল্প ‘আয়না’ অন্যরকম ভাবনার ফসল। দোয়েল নাগের ‘বিয়ের কার্ড’ গল্পটা ভিন্ন সামাজিক অবস্থার মানুষদের মানসিক দোলাচল সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। Magazine টির শ্রীবৃদ্ধি কামনা করি
খুব সুন্দর লাগলো
অসংখ্য ধন্যবাদ আর শুকরিয়া।
আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক।
এত বছর ধরে অনলাইনে পৃথিবীর নানাপ্রান্তে
অনেক ই পত্রিকাতে লিখিছি,কিন্তু গুনেমানে এত ভালো পত্রিকা এই প্রথম পড়ছি,,আমি এই পত্রিকাতে লিখতে পেরে ভীষণ খুশি।।
সায়ন্তন সম্পাদিকা সোমা দি খুব ভালো প্রয়াস
এগিয়ে চলুন
সাথে আছি