কৌশিক চক্রবর্তী

কৌশিক চক্রবর্তীর কবিতা

সাক্ষ্যদান
 
সেই অন্ধকার এখনো মনে পড়ে
ঘুটঘুটে নীহারিকার বুকে নিটোল অক্ষরেখা—
তখনও ফ্যাকাশে হয়নি আঁচল
নির্মমতার সাক্ষী দিতে আসেনি বিবস্ত্র উড়ুক্কু মাছ…
 
বুকে কাপড় সরে গেলে মেয়েটা হ্যারিকেন নেভাতো
বিশ্বাস রাখত ঘুমন্ত চোখে—
 
এইতো বসন্তের শেষ দিন
পানকৌড়ি চেখে দেখেনি কাদার নির্যাস
অজানা স্তনে খোলা মাঠের আগাছা শোক—
 
যেটুকু অভ্যাস ছিল আগুন ছোঁয়ার
পঞ্চপ্রদীপে তার জীবিত পোড়া গন্ধ… 
 
আমি বেছে বেছে ঘাস খুঁটে নিইনি—
আজ ঠিক এগারোটা রাতের পরেও
পোড়াদাগ পাহারা দিচ্ছে সাক্ষ্যহীন ঘোড়ার দল।

Leave a Reply