কিশোরোপযোগী গল্প-সাহিত্যের চাহিদা চিরন্তন। শুধুমাত্র কিশোর বয়সীদের জন্যই নয়, আমরা, যারা রবিঠাকুর, শরৎচন্দ্র হয়ে উপেন্দ্রকিশোর, সুকুমার রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র পেরিয়ে, লীলা মজুমদার, মতি নন্দী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় কৈশোর যাপন করেছি, তারা জানি কিশোর সাহিত্য শুধু কিশোরমনের জন্যই, কি ভীষণরকম ভাবে সময়ের সঙ্গেও প্রাসঙ্গিক। তাই, মাঝেমধ্যে সেই ছেলেবেলায় ফিরে যাওয়ার আছিলায়, প্রায়ই সংগ্রহের শিশু-কিশোর সাহিত্যের পাতা উল্টাই।

সাম্প্রতিক সময়ের কিশোর সাহিত্য সম্বন্ধে ধারণা প্রায় শূন্য (ছোটবেলায় যে পত্র-পত্রিকাগুলো গোগ্রাসে গিলেছি, ইদানিং সময়ে সেগুলো আর মনে ধরেনা। তাই সংগ্রহ করা বা পড়া কোনোটাই হয়না!)। এক আত্মীয়ের সূত্রে সম্প্রতি হাতে এলো, শ্ৰী সুব্রত নাগ মহাশয়ের “কিশোর গল্প সমগ্র”, মোট ১২টা ভিন্ন স্বাদের ছোট গল্পের সংকলন।
প্রত্যাশার ইঁদুর দৌড়ে নিয়ত হারাতে থাকা কিশোর মনকে হঠাৎ মুক্তির রসাস্বাদন করায় “আমার বন্ধু অমল”… খোঁজ দেয় এমন এক ‘ডাকঘর’ এর যেখানে খুঁজে পাওয়া যায় দিকশূন্যপুরের ঠিকানা।
বিদ্যালয় শুধুমাত্র শিক্ষা-প্রতিষ্ঠানই নয়, বরং মনুষ্যত্ব গড়ে তোলার কারখানায় বটে, তারই গল্প বলে “অন্য আলো”।
মাঠে ঘটে যাওয়া এক সাংঘাতিক দুর্ঘটনা কিভাবে প্রভাব ফেলে এক উঠতি ক্রিকেটারের মনে, তারই গল্প “বাউন্সার”।
কিছু কিছু “সিলি মিসটেক” আসলে ভীষণ জরুরী, নম্বর পাওয়ার থেকেও।
জঙ্গল, পাহাড়, নদী, উপত্যকা… সব পেরিয়ে এসে আসল অ্যাডভেঞ্চার তো মনের গভীরে, তারই গল্প “মানস অ্যাডভেঞ্চার”।
বয়সের সীমারেখা মেনে নয়, “মিড্-ডে-মীল” আসলে ক্ষিধে মেটাবার দাবী।
কল্পবিজ্ঞান-রহস্যধর্মী গল্প “অপারেশন লাইক”।
সম্ভাবনার অঙ্কুর লুকিয়ে থাকে সব থেকে দুর্বল কিংবা অসম্ভবের মধ্যেই, তারই গল্প “সেই সবুজ পেন আর আলফানসো গাছ”।
“রিপ ভ্যান উইঙ্কেল ও পুপুন” – প্রাক্তন ও বর্তমানের পাওয়া – না-পাওয়ার গল্প বলে।
বহুবার প্রচেষ্টার পরে সুধাময় বাবুর গল্প অবশেষে প্রকাশিত হয় এক নামী পত্রিকায়, কিন্তু শেষ রক্ষা হয় কি? মন ভালো করা গল্প “সেরা গল্প”।
বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর স্যাটায়ার-ধর্মী গল্প “শিক্ষাপর্ব”।
মা-হারা মেয়ে টুঙ্কার জন্মদিনে, তার বাবা দিল এক বিশেষ উপহার। খুশী হলো কি টুঙ্কা? শেষ গল্প “টুঙ্কার বিষ ও অমৃত”।
মূলত, কিশোর গল্প সমগ্র হলেও, গল্পগুলো কিন্তু শুধুমাত্র কিশোর মনের জন্যই নয়, বরং, যে কোনো বয়সী পাঠককে চিন্তার খোরাক জোগাবে। কিছু গল্প যেমন “আমার বন্ধু অমল”, “সিলি মিসটেক”, “অন্য আলো”,”মিড্-ডে-মীল” এবং “রিপ ভ্যান উইঙ্কেল ও পুপুন”, কিশোর-কেন্দ্রিক হলেও, বড়দের জন্যও ভীষণ ভাবে প্রাসঙ্গিক।
“অপারেশন লাইক” – সার্থক কল্পবিজ্ঞান হতে পারতো, কিন্তু, রহস্য কিংবা কল্পবিজ্ঞান স্বল্প পরিসরে সঠিক ভাবে জমে উঠতে পারেনি। আরও গভীরে যাওয়ার সুযোগ ছিল, হয়তো পরিসর কিছুটা বৃদ্ধি পেতো, বড্ড তাড়াহুড়ো করে শেষ হয়ে গেছে।
“শিক্ষাপর্ব” সার্থক স্যাটায়ার-ধর্মী সামাজিক গল্প, এর পরিবেশনাও চমৎকার। এই ধারাটা লেখক ভবিষ্যতে অন্যান্য গল্পের ক্ষেত্রে ব্যবহার করলে বেশ ভিন্নধর্মী একটা উপস্থাপনার সাক্ষী থাকবেন পাঠক।
একেবারে ভিন্নধর্মী বিষয়ের উপস্থাপনা “মানস অ্যাডভেঞ্চার” আর বিষয় পরিচিত হলেও, পরিবেশনা-গুণে মুগ্ধ করে “সেই সবুজ পেন আর আলফানসো গাছ”।
“সেরা গল্প”, “বাউন্সার” আর “টুঙ্কার বিষ ও অমৃত”, বিষয় নির্বাচন ও পরিবেশনা ক্ষেত্র তুলনামূলকভাবে পরিচিত।
প্রতিটা গল্পে যে বিষয়টা ভীষণভাবে নজর কাড়ে তা হলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি, একটা মন ভালো করা মোহ কিংবা ভাবনা আচ্ছন্ন করে।
বর্তমান সময়ের কিশোরবেলার এক অনন্য দলিল এই বই। তাদের চাওয়া-পাওয়া, ইচ্ছে-আহ্লাদ কিংবা সংকটগুলো খুব যত্নের সঙ্গে পরিবেশনা করেছেন লেখক। আজকের কিশোর-কিশোরীরাই নয়, তাদের অভিভাবকদের জন্যও ভীষণভাবে প্রাসঙ্গিক।
Souparnee Roy