ঈশিতা পালের কবিতা
একটি স্বতঃপ্রবৃত্ত খুন সেদিনটা উজ্জ্বল এখনো— অনায়াসে শরীরে গছিয়ে ওঠা আগাছা, কেটেকুটে সাফ। ঘরের দেওয়াল জুড়ে রক্তের মিছিল— ফালাফালা আদুরে বেড়াল দিন, অথচ, এমনটা হবার ছিল না। প্রেম এসেছিল তার অনাগত সন্তান বুকে, রাস্তাজুড়ে বসন্ত— সময়ের দাবি পুড়ে ছাই ভালবাসার কোরক, জ্বলদর্চি তূণ— ফার্মেসির রিপোর্টে বেঁচে গেছে এই পৃথিবী, শুধু পৌনঃপুনিক মৃত্যু মার সন্তানের। |