আতঙ্কিত অধ্যায়

কোভিড 19 অবশ্যই আমাদের কাছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা।

তবে শ্রীকান্ত সারা বিশ্ব জুড়ে ঘটে চলা অশুভ ঘটনাসমূহকে তাঁর লেখনিতে যে ভাবে আমাদের সামনে তুলে ধরেছে অবশ্যই ধন্যবাদ তাঁর প্রাপ্য। একে গল্প বলা যায় না। উপন্যাস বলা যায়না। ইতিহাস বললে বরং যেন খানিকটা মানিয়ে নিতে কষ্ট হয়না। বহু কোলাজের সমন্বয়ে গঠিত এক আতঙ্কিত সময়ের উপাখ্যান। মন টানে পিতার সাথে কন্যার দিন যাপনের মুহূর্ত গুলো।সুন্দর অতি সুন্দর। সাবলীল টেনে রাখার মত লিখনশৈলী। লিখে চল আগামীর জন্য। ধন্যবাদ তোমাকে। কৃ ক রা।”

অত্যন্ত আনন্দ পেলাম দাদা। আপনার মত গুণীজনের এমন পাঠ প্রতিক্রিয়া আমাকে উৎসাহিত করল। আপনাকে প্রণাম।🙏

✍️কৃষ্ণকমল রায়।

Leave a Reply