অর্ঘ্য রায়চৌধুরীর কবিতা
শঙ্খ ঘোষ : শ্রদ্ধাভাজনেষু কে শেখাবে এরপর প্রান্তরে দুলে ওঠা শস্যের ভাষা কে দেখাবে অন্ধকারের বুকে মশালের বহমান স্রোত? শব্দ গলুই থেকে আলো ঝরে পড়ে তিনকাল দেখেছে কলম কোলাহল থেকে দূরে নিভৃত ভেলায় উঠে আসে অক্ষরস্রোত রেখে গেছো অসংখ্য মুখ জানালার মতো করে খোলা কবিতারা সেইসব জানালায় উড়ে এসে বসে। |