অরুণ কুমার দাঁ

অরুণ কুমার দাঁ -এর কবিতা

ধূপের দীর্ঘশ্বাস
 
প’ড়ে আছে অক্ষর, তুমি নেই!
শব্দ খোঁজে তোমাকে
সারাদিন কেঁদে যাচ্ছে, শ্রাবণ মেঘ
ছন্দগুলো কেমন যেন এলোমেলো
সাহিত্য বাসরে ধূপের দীর্ঘশ্বাস…
 
পরিচিত মুখগুলি কি কাউকে খুঁজছে—
শুনতে চাইছে কারো কণ্ঠস্বর?
 
বাতাস বলে, বাঁশিতে করুণ সুর
সে নেই, সে নেই
ভেসে গেছে নিরুদ্দেশে— দূর, বহুদূর!

Leave a Reply