অবন্তিকা পালের কবিতা
এলিজি এত অহমিকা এত আয়োজন হাহা চিৎকারে ওই ওরা যায় মিছিল তো নয় সারি সারি মাথা ক্ষমতার পায়ে সব অবনত কার কাছে যাবো কার কাছে গেলে এ অন্ধকার আশ্রয় দেবে অঝোরে কাঁদার কার্যকারণ প্রশ্নে প্রশ্নে আহত হবে না বাঁশবেড়িয়ার অদূরে গঙ্গা বেওয়ারিশ লাশ ভেসে ভেসে যায় পার্ক কি বাগান খুব বেশি হলে মেট্রোস্টেশন আপনার নামে কবিকে কোথাও জীবদ্দশায় ভাত বেড়ে দেবে ভাবতে পারি না ভাত কেড়ে নেবে খ্যাতিও দেবে না কবি মরে গেলে রবীন্দ্রগান মরা ট্র্যাফিকের সিগনাল ঘেঁষে বিএমডব্লু কাচ তুলে দেয় কিছু অসফল কবিতালিখিয়ে মোটা মাইনের চাকরি ছাড়ল রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে অধিকাংশই দিন এনে খায় আপনাকে ওরা ভুলতে পারেনি ভুলতে পারে না পিনাকী ঠাকুর… |